শিরোনাম

South east bank ad

প্রথম দিন দল পাল্টালেন ৩৯ ক্রিকেটার

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আগেই জানা জাতীয় দলের ও বাংলাদেশ টাইগার্সের সব ক্রিকেটার জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে অনলাইনে দল বদল করবেন।

তবে শীর্ষ তারকা মাশরাফি বিন মর্তুজা ঠিকই স্ব-শরীরে এসে দল বদলে শেখ জামাল থেকে লিজেন্ডস অব রূপগঞ্জে সই করে গেছেন।

এর বাইরে ৭ দলের মাত্র ৩৯ ক্রিকেটার গতকাল (২ মার্চ) বুধবার ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে অংশ নিয়েছেন।

চ্যাম্পিয়ন আবাহনী দল বদলে আজ ছিল অনুপস্থিত। শুধু আবাহনী নয়, অন্যতম শীর্ষ শক্তি প্রাইম ব্যাংক, ওল্ডডিওএইচএস এবং নবাগত রূপগঞ্জ টাইগার্সসহ মোট ৫টি দল প্রথম দিনের দলবদলে অংশ নেয়নি।

ধারনা করা হচ্ছে আগামীকাল (৪ মার্চ) শুক্রবার শেষ দিনই সব ক্লাব দলবদলের পুরোটা সেরে ফেলবে।

এর মধ্যে মোহামেডানে স্ব-শরীরে এসে যোগ দিয়েছেন ৪ ক্রিকেটার- সোহরাওয়ার্দী শুভ, রনি তালুকদার, রুবেল মিয়া ও জাহিদউজ্জামান।

এছাড়া শেখ জামালে ৪ জন, গাজী গ্রুপে ১৪ জন, শাইন পুকুরে ৩ জন, ব্রাদার্সে ৫ জন, সিটি ক্লাবে ৯ জন এবং লিজেন্ডস অব রূপগঞ্জে ১ জন ক্রিকেটার যোগ দিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: