জিএমপিতে মার্চ মাসের মাসিক কল্যাণ সভা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (২ মার্চ) সকালে জিএমপি'র মার্চ ২০২২ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জিএমপি'র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বিপিএম পিপিএম।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতউল্লাহ খান, বিপিএম-সেবা, তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর), মিজানুর রহমান পিপিএম , উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) হুমায়ুন কবির,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ফারজানা ইসলাম,উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক এন্ড ট্রান্সপোর্ট) নূরে আলম, উপ-পুলিশ কমিশনার ডিবি (দক্ষিণ), আব্দুল্লাহ -আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগন, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
পুলিশ কমিশনার সভায় উপবিষ্ট পুলিশ সদস্যদের মাঝে গমন করেন এবং তাদের প্রত্যক্ষ জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণসহ শীঘ্রই তা সমাধানে আশ্বস্ত করেন।
তিনি বলেন প্রতিটি পুলিশ সদস্যকে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্বপালন করতে হবে। সকল পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশনা বলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া ও জিএমপির ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ৪১ (একচল্লিশ ) জন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরন করেন।