বাংলাদেশ ব্যাংকের নতুন ইডি নূরুল আমিন ও শাহীনুল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. নূরুল আমিন ও এএফএম শাহীনুল ইসলাম। ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ এবং সচিব বিভাগের মহাব্যবস্থাপক পদে কর্মরত এই দুই কর্মকর্তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর মধ্যে নূরুল আমিন ব্যাংক পরিদর্শন বিভাগ-৩ ও শাহীনুল ইসলাম সচিব বিভাগের দায়িত্ব পালন করছিলেন।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ-১ বিভাগ থেকে তাদের পদোন্নতির নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার অধিকার ক্ষুণœ না করে সচিব বিভাগের এএফএম শাহীনুল ইসলাম ও ব্যাংক পরিদর্শন-৩ বিভাগের মো. নূরুল আমীনকে মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতিপূর্বক প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হলো।