শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১কেজি গাঁজা যাহার সর্বমোট মূল্য অনুমান-১,০৭,৫০০/-(এক লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা উদ্ধারসহ ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ নজরুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিকএসআই (নিঃ)/ আসাদ মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মানিকগঞ্জ সদর থানাধীন মুলজান এলাকায় অভিযান পরিচালনা করে জনৈক রবিউলের চায়ের দোকানের সামনে হতে ১। বিরাজ খান উরফে মিরাজ খান (৩১), ২। মোঃ রাজা খাঁ (৪০), দ্বয়কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইং ০২/০৩/২০২২ তারিখ ১৫.১০ ঘটিকায় গ্রেফতার করেন।

একই তারিখে অপর একটি আভিযানিক দল এসআই (নিঃ)/ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে মানিকগঞ্জ থানাধীন পৌরসভাস্থ ৩ নং ওয়ার্ডের গঙ্গাধরপট্টি সাকিনস্থ দেবেন্দ্র কলেজের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ রনি খান উরফে আশিক (৩৮), ২। শারমিন আক্তার (৪০), দ্বয়কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গতকাল বুধবার গ্রেফতার করেন।

একই তারিখ অপর একটি অভিযানিক এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া সিংগাইর থানাধীন চর চান্দহর সাকিনস্থ জনৈক গোবিন্দ হাওলাদার এর বসত বাড়ীর উঠান হতে আন্না রানী (৪৮), কে ১কেজি গাঁজাসহ গতকাল বুধবার রাতে আটক করেন এবং অপর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া সিংগাইর থানাধীন দেউলি সাকিনস্থ মৃত আয়নাল খান এর বসত বাড়ির উঠান হতে ১। লিটন খান (২৮), ২। মোঃ কামাল ব্যাপারী (২০),দ্বয়কে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গভীর রাতে আটক করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: