গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অদ্য ০২/০৩/২০২২খ্রিঃ অনুমান ১৮.১০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব অলক কুমার দত্ত নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ আতিকুর রহমান এএসআই(নিঃ)/আশরাফ আলী, কনস্টেবল/৭৩৫ জীবন মিয়া, কনস্টেবল/১২৬০ আসাদ মিয়া, কনস্টেবল/১৭০৬ কামাল হোসেন, কনস্টেবল/১৪৯১ রুমন গঞ্জু, কনস্টেবল/১২৯৯ শামিম মিয়া-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন বন্দরবাজার মহাজনপট্টির রাস্তার সংলগ্ন ঝর্ণা ড্রাস হাউজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ অলিউর রহমান (৪১), পিতা- মোঃ ফারুক মিয়া, মাতা- লিলু বেগম, সাং-হানদাবাজ, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামহগঞ্জ, বর্তমানে- কালীঘাট, কামালগড়, অপু মিয়ার কলোনী, থানা- কোতয়ালী, জেলা-সিলেট, ২। মোঃ আতিকুর রহমান (৩৯), পিতা- মৃত সবুজ মিয়া, মাতা- মৃত করফুল বেগম, স্থায়ী সাং- ধনপুর, থানা- শান্তিগঞ্জ, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- কালীঘাট কামালগড়, অপু মিয়ার কলোনী, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় ০২ (দুই) মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আ