নাসীহা কনফারেন্স বৃহস্পতিবার মুফতি হাবীব নূহের একক আলোচনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিলেট নগরীতে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে নাসীহা কনফারেন্স আজ বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত।
নগরীর এমসি কলেজ রোডস্থ আমান উল্লাহ কনভেনশন হলে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত অনবদ্য এই আয়োজনের উদ্যোগ নিয়েছে নাসীহা ফাউন্ডেশন।
পরিবারের ক্ষুদে শিশু-কিশোররা ক্বিরাত ও বক্তব্য প্রদর্শন করবে। বাদ মাগরীব থেকে অনুষ্ঠানের একক আলোচক হিসেবে সমাজ ও পরিবার গঠনে ইসলামী জ্ঞানার্জনসহ সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা পেশ করবেন বিশিষ্ট দাঈ, টিভি আলোচক ও ইসলামিক স্কলার মুফতী হাবীব নূহ।
মুফতি হাবীব নূহ হলেন, সিলেট নগরীর স্থায়ী বাসিন্দাদের মধ্যে সর্বপ্রথম কওমি মাদারাসা টাইটেল পাস ব্যক্তি। তিনি ১৯৮৬ সালে সর্বোচ্চ ক্লাস টাইটেল পাস করেন। পরে হাদীসের উপর পাকিস্তানের করাচী টাউনের আল্লামা ইউসূফ বান্নুরী রাহ.’র প্রতিষ্ঠিত মাদরাসা থেকে হাদীসের উপর পিএইডি ডিগ্রী অর্জন করেন। তিনি জগতখ্যাত হাদীস বিশারদ আল্লামা আবদুর রশীদ নোমানী রাহ.’র খাস শাগরিদ।
তিনি মাদরাসা পড়ালেখা শেষ করে ইসলামী দা’ওয়ার কাজে বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। বিশেষত ইংল্যান্ডের টিভিতে ’সাহাবা সাহাবা’ প্রোগ্রামের কর্ণধার ছিলেন মুফতী হাবীব নূহ।
নাসিহা কনফারেন্স’র লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে মুফতী হাবীব নূহ বলেন,আধ্যাত্মিক রাজধানী সিলেটের একটি বুনিয়াদি ও বনেদি পরিবারের সন্তান হিসেবে এই শহরের প্রতিটি বড় সড়ক আর প্রত্যেকটি অলিগলিতে হয়ত আমার আত্মীয়-স্বজন আর বন্ধু-বান্ধব ছড়িয়ে-ছিটিয়ে আছেন।
তাঁদের সবাইকে ইনভাইট করে একস্থানে জমায়েত করা এখনকার সময়ে প্রায় অসম্ভব। কিন্তু মহান সৃষ্টকর্তা চাইলে সবই সম্ভব।
এ জগত সংসারে সব একত্রিত হতে না পারলেও পরবর্তী জগতে, জান্নাতে এই সুন্দর শহরের সব নারী ও পুরুষ মু’মিনগণ যেন একত্র হতে পারি। আর এ লক্ষ্যে আমাদের একে অন্যের কল্যাণকামী হওয়া চাই। ‘নাসীহা’ লক্ষ্যই তাই।
নাসীহা ফাউন্ডেশন’র পক্ষে কনফারেন্স সফলে সকলের সহযোগীতা ও দোয়া চেয়েছেন হাফিজ আব্দুল্লাহ আবির।