পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পুলিশ সুপার মুরাদ আলি
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):
হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি।
গতকাল বুধবার (২ মার্চ) দুপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
পরে নির্মাণ সামগ্রী ও কাজের মান পরীক্ষা করে দেখেনে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো: আবুল খয়ের, গণপূর্ত দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও বাহুবল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম খান প্রমুখ ।