মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফুলবাড়িয়ায় আলোচনা সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।
গতকাল (২ মার্চ ) বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম।