শিরোনাম

South east bank ad

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস শুরু

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

করোনার সংক্রমণের হার কমায় প্রায় দেড় মাস পর স্কুল আঙিনায় ফিরেছে শেরপুরের ৭৪২ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সারাদেশের ন্যায় গতকাল (২ মার্চ) বুধবার প্রথম থেকে শেরপুরে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে (সশরীরে) পাঠদান শুরু হয়েছে।

জেলার সদর উপজেলার চরশ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাইলী আজকীরা বেগম বলেন, আমরা বুধবার সকাল সকাল স্কুলে এসেছি। স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টায় ক্লাস শুরু হয়েছে।

প্রথম শিফটের ক্লাস শেষ হবে দুপুর ১২টায়। আর দ্বিতীয় শিফট দুপুর সোয়া ১২টায় শুরু হয়ে চলবে সোয়া ৪টা পর্যন্ত। আজ শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় ৭০ শতাংশ।

শেরপুর সদরের দোসরা ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোরশেদা বেগম লিপি বলেন, আমাদের প্রথম শিফটের ক্লাস শুরু হয়েছে। বাচ্চাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমরা সর্তক অবস্থানে আছি। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় ৮০ শতাংশ।

সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজকীরা বেগম লাইলী জানান, যথাসময়ে আমাদের ক্লাস শুরু হয়েছে।

তবে নিচের ক্লাসে উপস্থিতি কিছুটা কম। নির্ধারিত সময় পর্যন্ত ক্লাস চলবে। স্বাস্থ্যবিধি মানাতে শিশুদের উৎসাহিত করছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় (২ মার্চ) শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চালানোর সিদ্ধান্ত হয়েছে।

আমরা নির্দেশনা অনুযায়ী ক্লাস শুরু করেছি। স্বাস্থ্যবিধি মেনে জেলায় ৭৪২টি স্কুলে ক্লাস চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: