‘ফরেন এক্সচেঞ্জ লেনদেন ও রিপোর্টিং’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে সম্প্রতি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের ইন্টারন্যাশনাল ডিভিশন, সিটিপিসিসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন এডি শাখার ফরেন এক্সচেঞ্জ ডেস্কের ৪০জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশ নেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহাম্মদ প্রশিক্ষণটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন এবং তা কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্টিংয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন।
ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও ভিপি এস.এম. মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।