শিরোনাম

South east bank ad

সড়ক দুর্ঘটনায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিকশার চাপায় স্পৃষ্ট হয়ে নাকিবা আক্তার (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কুমড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

সে কুমড়ী গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে।
শিশুর মামা মানিকুল ইসলাম জানান, ঘটনার সময় নাকিবা রাস্তা দিয়ে হেটে স্কুলে যাচ্ছিল। এসময় একটি অটোরিকশা তাকে এসে চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়।

পরে গুরুতর আহত অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাকিবার অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্য ও স্বজনদের মাঝে বইছে শোকের মাতম। তাদের গগনবিদারি আহাজারিতে ভারী হচ্ছে এলাকা। কিছুতেই থামছে না এ কান্না।

এদিকে এমন অনাকাঙ্কিত মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেনা নাকিবার স্কুলের সহপাঠি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজন। তারা ঘাতক অটোরিকশা চালকের শাস্তির দাবি জানিয়ে বিক্ষাভ করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় অটোরিকশা জব্দ ও ঘাতক চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: