চারটি জাতীয় অনুষ্ঠানের প্রস্তুতি সভা দুর্গাপুরে সম্পন্ন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৫ মার্চ গনহত্যা দিবস, ১৭ মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদ্যাপনেরর লক্ষে প্রস্তুতি মূলক সভা আজ (৩ মার্চ ২২) বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ সোমেশ^রী হলরুমে সম্পন্ন হয়েছে।
নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান’র সভাপতিত্বে বিকাল ৩টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সবকটি অনুষ্ঠানের প্রস্তুতি মূলক সভায় যথাযোগ্য মর্যাদয় পালনের লক্ষে নানাদিক নিয়ে আলোচনা করা হয়।
এতে আওয়ামীলীগের নেতৃবর্গ,সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি, জন প্রতিনিধি,সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহন করেণ এবং মতামত ব্যক্ত করেন। সভায় আনুষ্ঠানিক বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ,জেলা পরিষদ সদস্য সফিকুল ইসলাম সফিক।