বন্যপ্রানী দিবসে র্যালি ও আলোচনা
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
“বিপন্ন বন্যপ্রানী রক্ষ করি প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি”এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে বিশ্ব বন্যপ্রানী দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ মার্চ) বৃহস্পতিবার জেলা প্রশাসন ও উপকূলীয় বনবিভাগ পটুয়াখালী এর আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বনকর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
মূল আলোচক ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব-বিদ্যালয় গ্রো ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলমগীর কবির।
এছাড়া বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ পুলিশ পটুয়াখালী জেলার নিয়ন্ত্রন কর্মকর্তা খন্দকার মোঃ ফেরদৌউস আহম্মেদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।