কেডিএ'র চেয়ারম্যানের সাথে কেএমপি'র পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এসএম মিরাজুল ইসলামের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা সৌজন্য সাক্ষাৎ করেন।
কেডিএ'র চেয়ারম্যান কেএমপির কমিশনার খুলনাকে উন্নয়নে যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ এবং কেডিএর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে পুলিশ কমিশনার বিশেষ ভূমিকা রাখতে পারেন মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মাদ আনোয়ার হোসেন এবং ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম।