শিরোনাম

South east bank ad

লোহাগাড়ায় অবৈধ ৫ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বন্ধ, গ্রেফতার ২

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

চট্টগ্রামের লোহাগাড়া থানার কাজির পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সিএনজি স্টেশন পরিচালনার অপরাধে পাঁচটি কাভার্ডভ্যান জব্দ ও দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সাতকানিয়া থানার চিলবাড়ি গ্রামের মোজাফফর আহম্মেদ সিকদারের ছেলে লোকমান হোসেন (৩৮) ও লোহাগাড়া থানার উত্তর আমিরাবাদ গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক (২৩)।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, লোহাগাড়া কাজির পুকুরপাড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কাভার্ডভ্যানে সিলিন্ডার ভর্তি গ্যাসের মাধ্যমে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন পরিচালনা করছিল। কাভার্ডভ্যানে সিলিন্ডার তোলা ও নামানো, সংযোজন, গ্যাস ভর্তি ও রিফিল করার সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।

এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে দুটি অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন বন্ধ করা হয়। এসময় দুই স্টেশন থেকে পাঁচটি কাভার্ডভ্যান ও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

কাভার্ডভ্যানগুলোতে ৬০১টি বড় সিলিন্ডার ছিল, যাতে প্রায় চার হাজার ৬০০ কেজি তরল প্রাকৃতিক গ্যাস ছিল।

তিনি আরও বলেন, তাদের কাছে বৈধ কাগজ ও বিস্ফোরক অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ মামলা দেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: