সংসদ সদস্য ও মহিলা আ’লীগ নেত্রীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
মহান মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য, সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন অ্যাডভোকেট এবং উনার সহধর্মিণী, মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ-সভাপতি হাসিনা উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁদের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৩ মার্চ ) বৃহস্পতিবার বাদ আছর বড় পুকুরপাড়স্থ জামে মসজিদে বিশেষ দোয়ায় অন্যদের মধ্যে অংশ নেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, সিনিয়র সহ-সভাপতি এড. শামছুল হুদা, পৌর মেয়র গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ হারুন, কুশমাইল ইউপি সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুল হক, দেওখোলা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, আওয়ামী লীগ নেতা লাল মাহমুদ সরকার।
অপরদিকে একইদিন ফুলবাড়ীয়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক সুজন রতন দে।