'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং 'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' নিয়ে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (৩ মার্চ) বৃহস্পতিবার বিকেলে পৌরসভা চত্বরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধিত করা হয় এরপর পৌর মেয়র মো.আলা উদ্দিন'র সভাপতিত্বে ও ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা করেন,দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী,সহকারী কমিশনার(ভূমি)মো.আরিফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল সায়াদাত বাবুল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.জামাল তালুকদার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,পৌর ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলসহ আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।