শিরোনাম

South east bank ad

প্রায় দেড়মাস পর প্রাথমিকেও সশরীর ক্লাস শুরু, ২য় দিনে উপস্থিতি বাড়ছে

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার পর এবার দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতেও সশরীর ক্লাস শুরু হলো।

প্রায় দেড় মাস বন্ধের পর গতকাল বুধবার প্রাথমিক বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষগুলোর বন্ধ দুয়ারও খুলে দেওয়া হয়েছে। ফলে শিশুদের পদচারণে আবারও মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়গুলো।

বিদ্যালয়ে আসতে পেরে শিশুরাও খুশি। যদিও প্রথম দিনে উপস্থিতি ছিল তুলনামূলক কম। হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়েও সশরীর ক্লাস শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) উপজেলার গুমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, ওই প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণীর ক্লাস পর্যন্ত সশরীরে ক্লাস শুরু হয়েছে।

গুমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলাদ হোসেন ভুইঁয়া জানান, আমরা সরকারের নির্দেশে করোনা সংক্রমণ বিধিনিষেধ মেনে ক্লাস শুরু করেছি।

শিশুদের জন্য মাক্স এর ব্যবস্তা করা হয়েছে। আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকারা করোনা স্বাস্থ্য সচেতনতা মেনে ক্লাসে শিশুদের পাঠদান করে যাচ্ছেন।

উল্লেখ, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।

কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত (২১ জানুয়ারি) আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এর মধ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ ফেব্রুয়ারি খুলে দিলেও প্রাথমিকের ছুটি গতকাল মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছিল।

প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: