শিরোনাম

South east bank ad

'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' নিয়ে পৌরসভার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং 'মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান' নিয়ে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩ মার্চ) বৃহস্পতিবার বিকেলে পৌরসভা হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এরপর পৌর মেয়র মো. মেয়র আলা উদ্দিন'র সভাপতিত্বে ও ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা করেন,দুর্গাপুর সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, সহকারী কমিশনার (ভূমি) মো.আরিফুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল সাহাদাত বাবুল,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.জামাল তালুকদার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল বৃন্দ,সহ আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরেন।

আলোচনা সভার শেষে চিত্রঅংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: