মাদক মামলায় আলম সাধুর চালককে যাবজ্জীবন
গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
যশোরে মাদক মামলায় আলমসাধু চালক নুরুজ্জামানকে যাবজ্জীবন ও অপর তিন আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে একটি আদালত।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সোহানী পূষণ এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত নুরুজ্জামান চৌগাছার কারিগরপাড়ার নুর ইসলামের ছেলে। অপর সাজাপ্রাপ্ত আসামিরা হলো একই গ্রামের নান্নু নিকেরীর ছেলে আসলাম, পোল্টিপাড়ার আবু বক্করের ছেলে শিমুল, টেংগুরপুর গ্রামের পাহাড় খার ছেলে আমিনুর রহমান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে বাঘারপাড়ার গাইদঘাট হাইস্কুলের পাশ থেকে পুলিশ আমড়ার বস্তাভর্তি একটি আলমসাধুর গতি রোধ করে।
এ সময় ওই আলমসাধুর উপরে থাকা দুইজন পালিয়ে যায়। আটক করা হয় আমলসাধু চালক নুরুজ্জামানকে। এ সময় পুলিশের সন্দেহ হওয়ায় ৮ বস্তা থেকে আমড়া ঢেলে ৪শ’৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নুরুজ্জামানের কাছ থেকে বাকিদের নাম ঠিকানা সংগ্রহ করে বাঘারপাড়া থানায় চারজনকে আসামি করে মামলা করে পুলিশ।
এ মামলার রায়ে আসামি নুরুজ্জামানকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড -, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও বাকি তিন আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদন্ড , ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন বিচারক। সাজাপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছে।