চোরাই অটোরিক্সা উদ্ধার ও চোর আটক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজশাহী মহানগরীতে চোরাই ব্যাটারী চালিত অটোরিক্সাসহ ২ চোরকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলা গ্রামের মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ মনিরুল ইসলাম মনি (২৭) ও খোজাপুর জাহাজঘাটের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোঃ উজ্জল আলী বাদশা (২৮)।
আজ (৩ মার্চ ) সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউর ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মতিহার থানার বাজে কাজলা গ্রামের এক ব্যক্তি তার গ্যারেজে চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বেলা ১১ টায় অভিযান পরিচালনা করে গ্যারেজ মালিক মোঃ মনিরুল ইসলাম ও অটোরিক্সার চালক মোঃ উজ্জল আলীকে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে চোরাই অটোরিক্সাটি উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, দীর্ঘদিন যাবত তারা ও তাদের সহযোগী চোরেরা রাজশাহী শহরসহ আশে-পাশের থানা জেলা হতে অটোরিক্সা ইজিবাইক চুরি করে এনে তাদের গ্যারেজে রাখে।
জিজ্ঞাসাবাদে আসামীরা আরো জানায়, গত ১০-১৫ দিন পূর্বে তাদের অপর সহযোগী আসামী রনি(৩০) নওগাঁ হতে অটোরিক্সাটি চুরি করে এনে তাদের নিকট বিক্রি করে। পরবর্তীতে তারা অটোরিক্সাটি নতুন রং করে এবং নম্বর পরিবর্তন করে আসামী মোঃ উজ্জল আলী ভাড়ায় চালাতো।
পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইয়াছে।