ত্রিশাল প্রেসক্লাবের নির্বাচন কমিশনারকে বিদায় সংবর্ধনা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবে নির্বাচন ২০২২-২৩ এর নির্বাচন কমিশনার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে ত্রিশাল প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার (৩মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক নান্দনিক পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ সভাপতি এএসএম হোসাইন শাহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ত্রিশাল প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।