সাংসদ মাদানীর রোগমুক্তি কামনায় ত্রিশাল প্রেসক্লাবে দোয়া মাহফিল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী ও তাঁর সহধর্মীনির দ্রুত রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে ত্রিশাল প্রেসক্লাব।
আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বাদ মাগরিব ত্রিশাল প্রেসক্লাব’র আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসেনের সঞ্চালনায় ও সভাপতি রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সহসভাপতি এএসএম হোসাইন শাহীদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন ত্রিশাল উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হিজবুল্লাহ।