বীমা খাতে প্রথম ভার্চুয়াল চ্যাটবট ‘ইন্স্যুরোবো’ চালু করল নিটল ইন্স্যুরেন্স
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বীমা খাতে ভার্চুয়াল চ্যাটবট ‘ইন্স্যুরোবো’ চালু করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
জাতীয় বীমা দিবস উপলক্ষে গত মঙ্গলবার (১ মার্চ) বিকাল সাড়ে ৪টায় ঢাকার গুলশানে কোম্পানির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিটল ইন্স্যুরেন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান একেএম মনিরুল হক সুদূর মক্কা থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে ইন্স্যুরোবো’র উদ্বোধন ঘোষণা করেন।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করীম এবং প্লাটফর্মটির সহযোগী এসএসএল’র উপদেষ্টা আহমেদ কামাল খান চৌধুরীসহ নিটল ইন্স্যুরেন্স কোম্পানির ও এসএসএল’র উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ইন্স্যুরোবো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম। এই ভার্চুয়াল চ্যাটবট এর মাধ্যমে গ্রাহকরা নিটল ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সার্বক্ষণিক সংযোগ স্থাপন করত পারবে।
তাৎক্ষণিকভাবে তারা বীমাবন্ধু আর প্রফেশনাল ইন্স্যুরেন্স প্রোভাইডার নিটল ইন্স্যুরেন্স কোম্পনির সাথে বীমা সেবা নিতে যোগাযোগ করতে পারবেন।