শিরোনাম

South east bank ad

বোতল ফেনসিডিলসহ নারী আটক

 প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ):

একটি গ্রাম থেকে, একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশে ঢাকা সিলেট মহাসড়কের পূর্বপাশে মাধবপুর টু চান্দুরা সিএনজি স্ট্যান্ডে ৯২ পিস ফেনসিডিল বোতল বিশেষ কায়দায় বোরকার নিচে জামার উপরে কস্টেপ দ্বারা আটকানো অবস্থায় ৩ নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন,

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বেগমাবাদ এলাকার জোনাকি আক্তার মাইশা ওরফে মাইশা (২৬), কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার মৃত মুর্শিদ মিয়ার মেয়ে রোজিনা (২৫), একই উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত সিরাজ মিয়ার কন্যা শারমিন (১৫)।

তারা সবাই পঞ্চবটি (লতিফের বাসায় ভাড়ায় থেকে বিভিন্ন স্থানে গিয়ে মাদক পাচার করে আসছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঢাকা সিলেট মহাসড়কের পূর্বপাশে মাধবপুর টু চান্দুরা সিএনজি স্ট্যান্ডে ৯২ পিস ফেনসিডিল বোতল বিশেষ কায়দায় বোরকার নিচে জামার উপরে কস্টেপ দ্বারা আটকানো অবস্থায় ওই তিন নারীকে আটক করেন।

রাতে এ তথ্য নিশ্চিত করে ইন্সপেক্টর তদন্ত গোলাম কিবরিয়া জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: