বডি ওর্ন ক্যামেরা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জবাবদিহি ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশের পুলিশ বাহিনীকে উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে উন্নত দেশের পুলিশের মতো বডি ওর্ন ক্যামেরা সংযোজনের উদ্যোগ নিয়েছেন আইজিপি।
তারই ধারাবাহিকতায় গত ৩ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তর সম্মেলন কক্ষ বরিশালে মাঠপর্যায়ে কর্মরত বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে ২ দিন ব্যপী বডি ওর্ন ক্যামেরা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিক বিএমপি মোঃ জুলফিকার আলি হায়দার।
এসময় তিনি বডি ওর্ন ক্যামেরা ব্যবহার সংক্রান্ত বিভন্ন দিকনির্দেশনা দিয়ে বলেন, এর মধ্য দিয়ে প্রযুক্তিগত কার্যক্রমে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আরও এক ধাপ এগিয়ে যাবে।