কেএমপি'র মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৫
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.১২৫ লিটার চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজাসহ ৫জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ নোমান খান(২০) পিতা-মোঃ মাহাবুব খান, সাং-গল্লামারী খোরশেদ নগর, থানা-লবণচরা; ২) মোঃ জুয়েল(২৪), পিতা-মোঃ মোশারফ, সাং-কাঁঠালতলা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট এ/পি সাং-বাগমারা মেইন রোড, থানা-খুলনা; ৩) মোঃ অমিত হাসান@ অভি(২৩), পিতা-মৃত: আবুল কালাম আজাদ, সাং-ইউসুফ কাটেঙ্গা মোল্লাবাড়ি, থানা-তেরখাদা, জেলা-খুলনা, এ/পি সাং-নিরালা আবাসিক, থানা-খুলনা; ৪) উত্তম দেবনাথ(৩১), পিতা-মদন দেবনাথ, সাং-দেবনাথবাড়ী ফরমায়েশখানা দেবনগর, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা এবং ৫) শাখাওয়াত হোসেন হৃদয়(৪৫), পিতা-মৃত: আব্দুর সাত্তার, সাং-চর রূপপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা, এ/পি সাং-শেরে-বাংলা রোড পুরাতন নির্বাচন অফিসের মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.১২৫ লিটার চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা রুজু করা হয়েছে।