২০তম স্কয়ার গলফ টুর্নামেন্ট উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
২০তম স্কয়ার গলফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ র্মাচ) স্কয়ার গ্রুপের পৃষ্ঠপোষকতায় ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ কোর্সে এর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আজ সকালে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি গলফারসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬০০ জন গলফার এ টুর্নামেন্টে অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী; স্কয়ার ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক মিজানুর রহমান; ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ); ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান (অবঃ); ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন (অবঃ); সশস্ত্রবাহিনীর পদস্থ কর্মকর্তা ও স্কয়ার গ্রুপের কর্মকর্তারাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।