কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় দেলোয়ার হোসেন (৪৫) নামের একজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাতে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটক দেলোয়ার হোসেন টৈটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালা চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতাসহ একাধিক অপরাধে মামলা রয়েছে।
র্যাব অধিনায়ক জানান, বিকেল থেকে টানা পাঁচ ঘণ্টার অভিযানের সমাপ্তি ঘটে। এ সময় অস্ত্র কারখানা থেকে পাঁচটি অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেলোয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।