আগামীকাল দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে
মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল):
আগামীকাল (৫ মার্চ ) শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সকল পর্যাযয়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
সকাল ১০টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল প্র¯স্ততি ইতিমধ্যে সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ।
আজ সকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল হক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুলসহ নেতৃবৃন্দ সম্মেলনস্থল পরিদর্শন করেছেন।
টাঙ্গাইল