শিরোনাম

South east bank ad

বিএসপির সাহিত্য সভা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২১১ তম মাসিক সাহিত্য সভা ও বিরহ বিলাসের কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব আজ শুক্রবার (৪ মার্চ) সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি আহমদ রাজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, কবি পারভীনা খাতুন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরহ বিলাসের কাব্যগ্রন্থের রচয়িতা কবি রাজ পথিক।

বিএসপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজলের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আমির হোসেন মিলন, আহমেদ মাহাবুব ফারুক, রাজপথিক, কাজী নূর, মো. মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ হাতেম আলী, মহব্বত আলী মন্টু, এম এ কাসেম অমিয়, শংকর নিভানন, জাহিদুল যাদু, নাজমুন নাহার রিনু, সাধন দাস, মানবেন্দ্র সাহা, এএফএম মোমিন যশোরী, অরুণ বর্মন, মো. নজরুল ইসলাম, অ্যাড মাহমুদা খানম প্রমুখ।

শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু সাহিত্য ও গবেষণা পরিষদ কর্তৃক ড. শাহনাজ পারভীনকে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতি সম্মাননা পদক ২০২২ পদক প্রদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: