বন্যপ্রাণী রক্ষাকরণ সেচ্ছাসেবী সংগঠনের দ্বিতীয় বর্ষপূতি পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে সেভ দ্যা এনিমেল্স নামীয় বন্য্যপ্রাণী রক্ষা সেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুর এর ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে।
আজ (৪ মার্চ) শুক্রবার সকালে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বন্যপ্রানী রক্ষা সেচ্ছাসেবী সংগঠন দুর্গাপুর এর আয়োজনে উপজেলার সুশীল সমাজের ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে কেইক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান।
উদ্বোধন শেষে সংগঠনের সভাপতি সাংবাদিক রিফাত আহমেদ রাসেল এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন,অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাবেক প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজুল ইসলাম,কাউন্সিলর বিউটি আক্তার, সংগঠনের সাংগঠনিক সম্মাদক সুমন প্রমুখ।
প্রধান অতিথি তাঁর আলোচনায় বলেন, বন্যপ্রাণী রক্ষায় সমাজের সকলকে এগিয়ে আসতে হবে,আর এই সংগঠনটিকে সকলস্তরের ব্যক্তিবর্গের সহযোগিতা করা প্রযোজন।