শিরোনাম

South east bank ad

টাইগারদের পেস বোলিং কোচ অ্যালন ডোনাল্ড

 প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড।

আজ (৪ মার্চ) শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকান এই কোচের সঙ্গে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।

ক্রিকেট ক্যারিয়ারে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসার। পেস বোলার হিসেবে টেস্টে ৩৩০টি ও ওয়ানডেতে ২৭২টি উইকেট শিকার করেছিলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ১২১৬টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮৪ উইকেট নিয়েছেন তিনি।

একসময় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি। ইংলিশ কাউন্টিতেও মাঠ মাতিয়েছেন।

ডোনাল্ড ২০০৭ সালে সংক্ষিপ্ত মেয়াদে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০১৩-১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। সর্বশেষ তিনি দক্ষিণ আফ্রিকার ক্লাব নাইটস ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: