কিংবদন্তী শেন ওয়ার্নের যত অর্জন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
থাইল্যান্ডের একটি শহরে হঠাৎ করেই ৫২ বছর বয়সে কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি।
শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি ১৪৫ টেস্টে অংশ নিয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ উইকেট শিকার করেন। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।
আন্তর্জাতিক ২৯৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২৯৩ উইকেট শিকার করেন শেন ওয়ার্ন। সম্প্রতি অ্যাসেজেও তাকে ধারাভাষ্য দিতে দেখা গেছে।
এদিকে মাত্র চারদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হওয়ার নিজের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন ওয়ার্ন। অ্যাশেজে অস্ট্রেলিয়ার হাতে ইংল্যান্ড দলের ভরাডুবি হওয়ার পর চাকরি হারান ইংলিশ প্রধান কোচ ক্রিস সিলভারউড।
এরপর আলোচনা চলছিল সিলভারউডের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে। এ আলোচনায় নাম ছিল এ কিংবদন্তীরও।
স্কাই স্পোর্টসকে মাত্র চারদিন আগে দেওয়া এক সাক্ষাতকারে ওয়ার্ন জানান, ইংল্যান্ড দলের দায়িত্ব পেলে বেশ খুশিই হবেন তিনি। এ ব্যাপারে ওয়ার্ন বলেছিলেন, আমি এটি (ইংল্যান্ড দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া) করতে চাই। ইংল্যান্ড দলের কোচ হওয়ার জন্য এটি দুর্দান্ত সময়।