South east bank ad

শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

 প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। মাত্র ৫২ বছর বয়সেই ওয়ার্নের এমন পরিণতি বিশ্বাস করতে পারছেন না কেউই।

গতকাল শুক্রবার (৪ মার্চ) থাইল্যান্ডে অবস্থানকালে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়।

ওয়ার্নের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটার ও ক্রিকেট ব্যক্তিত্ব।

এক টুইট বার্তায় শোয়েব আখতার লিখেছেন, ‘‘এই মুহূর্তে শুনলাম মর্মান্তিক খবরটা। কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নের প্রয়াণের খবর। আমি কতটা মর্মাহত বলে বোঝাতে পারব না। দুর্দান্ত এক কিংবদন্তী, মানুষ এবং ক্রিকেটার ছিলেন তিনি।’’

শোকস্তব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। তিনি টুইটে লিখেছেন, ‘‘আমি হতবাক। বন্ধু ওয়ার্নের অকাল প্রয়াণ! সবসময় যোগাযোগ রাখত। সাহায্য করত। অসাধারণ বোলারের পাশাপাশি একজন দুর্দান্ত বিনোদনের উৎসও ছিল সে। ওর পরিবার এবং বন্ধুদের আমার সমবেদনা জানাই। শান্তিতে ঘুমাও বন্ধু।’’

ভারতের সাবেক ক্রিকেটার শ্রীকান্ত লিখেছেন, শেন ওয়ার্নের মৃত্যুর খবর শুনে মর্মাহত! তিনি ছিলেন সর্বকালের সেরা রিস্ট স্পিনারদের একজন, যিনি খেলায় মুগ্ধ করেছেন! তার পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বজুড়ে ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা! তার আত্মা শান্তিতে থাকুক!

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে লেখেন, আমি যন্ত্রণা বোধ করছি। বিষাদময় এবং বাকরুদ্ধ। আমি ভাগ্যবান যে, তাকে ভালো করে চিনতাম। তার জাদু চিরকাল থাকবে। অবিশ্বাসযোগ্য।

আইপিলের দল কলকাতা নাইট রাইডার্সের তরফে লেখা হয়েছে, ক্রিকেটের জন্য অবিশ্বাস্য দুঃখের দিন। বিশ্বাস করতে পারছি না যে এমনটা ঘটেছে.. শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তী শেন ওয়ার্ন।

গুজরাট টাইটানস তাদের টুইটারে লিখেছে, এখনও বিশ্বাস করতে পারছি না, আমরা তাকে আর দেখতে পাব না। কিংবদন্তী, তোমার আত্মা শান্তিতে থাকুক।

পাকিস্তান অধিনায়ক বাবর আজম লিখেছেন, এটা বিশ্বাস করা সত্যিই কঠিন। ক্রিকেট বিশ্বের জন্য এ এক বিধ্বংসী ক্ষতি। তিনি আক্ষরিক অর্থেই তার জাদুকরী লেগ স্পিন দিয়ে প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আপনাকে আজীবন মিস করব শেন ওয়ার্ন। আমার প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং ভক্তদের জন্য।

ভারতীয় পেসার ইরফান পাঠান লেখেন, শেন ওয়ার্ন ছিলেন ব্যাপক জনপ্রিয় এক ক্রিকেটার। স্পিনের জাদুকর। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পরম কিংবদন্তী। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক। তাকে মিস করব খুব, তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। শান্তিতে থাকুন শেন ওয়ার্ন।

আজিঙ্কা রাহানে লেখেন, শেন ওয়ার্নের বিদায়ের কথা শুনে হতবাক। আমার কর্মজীবনের শুরুর দিকে তার সঙ্গে কিছু চমৎকার সময় শেয়ার করেছি। শান্তিতে বিশ্রাম নিন, কিংবদন্তী!

শিখর ধাওয়ান লিখেছেন, দু:খিত, নির্বাক এবং সম্পূর্ণরূপে হতবাক। ক্রিকেটের অবিশ্বাস্য ক্ষতি। আমার বলার কিছু নেই। আপনি খেলাধুলার জন্য যা করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। শান্তিতে বিশ্রাম নিন শেন ওয়ার্ন। তার প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকার লিখেছেন, ক্রিকেট কিংবদন্তী শেন ওয়ার্নের অকাল মৃত্যু সম্পর্কে শুনে অত্যন্ত মর্মাহত এবং এটা খুবই দুঃখজনক। কিংবদন্তি অজি লেগ স্পিনার.. তাকে খুবই মিস করব..! শান্তিতে থাকুন শেন ওয়ার্ন।

এছাড়াও ওয়ার্ন যাঁদের সঙ্গে খেলেছেন, যাঁদের বিরুদ্ধে খেলেছেন বা যাঁদের সঙ্গে খেলেননি- সকলেই শোকস্তব্ধ স্পিনের জাদুকরের অকাল প্রয়াণে। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

শুধু ক্রিকেট নয়, অন্য খেলার সঙ্গে যুক্ত সাবেক ও বর্তমান তারকারও শোক প্রকাশ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: