কুমিল্লায় হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
কুমিল্লার মুরাদনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক পরিদর্শক (তদন্ত) মারা গেছেন। গতকাল শুক্রবার (০৪ মার্চ) সকালে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই পুলিশ পরিদর্শকের নাম মোকাদ্দেস হোসাইন (৪৯)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বিজলিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম। তিনি জানান, মোকাদ্দেস হোসাইন মুরাদনগর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার সকালে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকার মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।