মামুন ভূঁইয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
এস.এম রফিকল ইষরাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে মামুন ভূঁইয়া স্মৃতিক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল (৪ মার্চ ) শুক্রবার সকালে উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল স্কুল মাঠে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। শুরুতে অতিথিরা জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেমে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন।
শওকত হায়াত খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান।
অন্যদের মধ্যে ছিলেন,জহিরুল আলম ভূঁইয়া, পারভেজ উল্লাহ খান (নান্নু), তপন চন্দ্র সাহা, আজিজ আহম্মেদ শিরিন, সাধন চন্দ্র পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, মামুন ভূঁইয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধায়ক রনজিত গৌড়, শামীম আহমেদ, গৌতম দাস, মিথুন, আব্দুল হেকিম, সাফায়েত উল্লাহ খান, জনি বার্ণিক, হারুনুর রশিদসহ স্থানীয় গন্যম্যান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যৌথভাবে মোঃ মাসুদ আহমেদ ও আরাফাত খান সেতু। উদ্বোধনি খেলায় অংশ গ্রহণ করেন ঝানজাইল সেচ্ছাসেবী সংগঠন ” বনাম “ জারিয়া ক্রিকেট একাদশ ” দিয়ে টুর্নামেন্ট শুরু হয়। মোট ১০টি দল এ খেলায় অংশগ্রহণ করবে।