সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” পেয়েছেন মো: জায়েজুল
আব্দুর রহমান, (নেত্রকোনা):
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” পেয়েছেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম।
শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ ও সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে গতকাল ৪ মার্চ (শুক্রবার) বিকাল ৫.৩০ টায় ঢাকার বিজয়নগরে হোটেল ৭১ (থ্রি স্টার বলরুম) ৯ম তলায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মো: জায়েজুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। পরবর্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় চিপ হুইপ মো: মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেগম নাদিরা ইয়াসমিন জলি এমপি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মেদ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মো: মজিবুর রহমান হাওলাদার প্রমুখ।
এ বিষয়ে জানতে চাওয়ায় মোহাম্মদ জায়েজুল ইসলাম বলেন, করোনা মহামারিতে জনসচেতনতায় ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কাজ করে যাওয়ার জন্য আমাকে শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত করা হয়েছে।
তিনি করোনা মহামারিতে জনগণের পাশে থেকে সাংবাদিক হিসেবে কাজ করে যাওয়ার সুযোগ হয়েছে বলে সকলের আন্তরিক সহযোগিতায় জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।