নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
শামীম আলম, (জামালপুর):
জমালপুরে খাদ্যপণ্য, জ্বালানী ও ভোজ্য তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ মার্চ) শনিবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
সম্মিলিত সামাজিক আন্দোলন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী আমির উদ্দিন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুরের মহা সচিব আরজু মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন মাহমুদ প্রমুখ।
এ সময় বক্তারা সকল নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে চাল, ডাল, জ্বালানী ও ভোজ্য তেল, পেঁয়াজসহ সকল পণ্যের দাম কমানোর দাবী জানান। এছাড়াও মধ্যবিত্তদের জন্য রেশন চালু ও চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবী জানান বক্তারা।