পথ পাঠাগারের ১৬তম শাখা উদ্বোধন
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুরে ডেওটুকুন ফেরীঘাটে অপেক্ষামান যাত্রীদের জন্য পথ পাঠাগারের ১৬তম শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ (৫ মার্চ ) শনিবার সকালে ডেওটুকুন ফেরীঘাটে তরিকুল ইসলাম কাজলের চায়ের দোকানে এ শাখার উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জায়েদ আলী মংলা।
এ সময় পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার,এডভোকেট আল আমিন হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম, বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, পথ পাঠাগারের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন,নৌ পারাপারের অপেক্ষামান যাত্রীদের কথা চিন্তা করে আমার এই উদ্যোগ। আমরা পথ পাঠাগার স্থাপনের মাধ্যমে মানুষের কাছে বই পৌঁছানো সহ জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চাই।
পর্যায়ক্রমে এই পাঠাগারের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়া হবে। এ কার্যক্রমে সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।