আটোয়ারীতে রাস্তার গাছ কেটে সাবাড় করছে দুর্বৃত্তরা
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন সরকারি রাস্তার গাছ কেটে সাবাড় করছে এলাকার কিছু দুর্বৃত্তরা। এই দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাস্তার গাছ রাতের আঁধারে কেটে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করে আসছে।
বেশ কয়েকবার কাটা গাছ উদ্ধার করলেও অজ্ঞাত করণে মামলা হয়নি। আবারো গত শুক্রবার (৪ মার্চ) গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের ডুংডুংগী এলাকায় বেশ কয়েকটি ইউক্লিপটাস গাছ কেটেছে ওই এলাকার কিছু দুর্বৃত্ত।
গাছের খন্ডগুলো আজ শনিবার (৫ মার্চ) সকালে সরিয়ে নেয়ার সময় সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে হাজির হয়।
পুলিশ সহ ইউএনও’র উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা গা ঢাকা দেয়। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাছ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাধানগর গ্রামের মৃত সাকালু চন্দ্র বর্মনের পুত্র দেবেশ চন্দ্র বর্মন ও মৃত লেবু চন্দ্র বর্মনের পুত্র গৌন চন্দ্র বর্মন মিস্ত্রিকে সাথে নিয়ে গাছ গুলো কেটেছে। বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী (এফজি) আব্দুল মালেক জানান, জব্দকৃত কাঠের মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।
দুর্বৃত্ত কর্তৃক কাটা ৪টি গাছ জব্দ করার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম নিশ্চিত করে বলেন, এব্যাপারে মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে।