ময়মনসিংহে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ১৬
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৬জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়া এবং আদালতের নির্দেশিত পরোয়ানা তামিল করতে কোতোয়ালী পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৬জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি টীম নগরীর কাঠগোলা বাজার থেকে ৫ জুয়াড়িকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে। তারা হলো, মোঃ আনোয়ার, ইউনুস আলী, আফজাল হোসেন, আরিফ ও কাজল। এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
তারা হলো, হৃদয় আহমেদ শান্ত, সাব্বির আহম্মেদ শরিফ ও আবু রায়হান মিন্টু। তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী থেকে ৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, জুলহাস মিয়া ও রাব্বী মিয়া। এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আরেকটি টীম মাইজবাড়ী থেকে নিয়মিত মামলার আসামী সাইফুল ইসলাম ও সোহাগকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মাহফুজুর রহমান, এসআইঅসীম কুমার দাস, এএসআই আমিনুল ইসলাম এবং এএসআই ইলিয়াছ খান পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো, রফিকুল ইসলাম রকি, সাহেদ ওরফে হৃদয় ও কামরুল ইসলাম। এদের একজনের নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।