শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৫মার্চ) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ, শরীয়তপুরে পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), শরীয়তপুর, কামরুল ইসলাম, ডিআইও-২, জেলা বিশেষ শাখা, শরীয়তপুর, মুকুল চন্দ্র রায়, সভিপতি, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ, মানিক ব্যানার্জি, সাধারন সম্পাদক, শরীয়তপুর জেলা পূজা উদযাপন পরিষদ, সত্যজিৎ ঘোষ, দৈনিক প্রথম আলো শরীয়তপুর প্রতিনিধি কুশল চন্দ্র দাস, সভাপতি, ভেদরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদ, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।