সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত
জাকির হোসেন, (ফরিদপুর):
ফরিদপুরের সালথায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সালথা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (০৫ মার্চ) বিকালে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সালথা উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুলের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্ভোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।
এসময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আলীম ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা, অর্থ সম্পাদক আজিজুল হক আজিম, শিশু ও পরিবার কল্যান সম্পাদক এম এম মেহেদী হাসান লিঠু, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আদনান সুমন, বিপুল কুমার ঘোষ, ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ রবিন।
শেষে রাকিবুল হাসান জুয়েলকে সভাপতি ও কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসাবে ইঞ্জিঃ সাজ্জাদ হোসেনের নাম ঘোষণা করা হয়।