South east bank ad

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

 প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জের মাধবপুর থানার গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে পুলিশের কয়েকটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জি,আর ওয়ারেণ্ট মূলে ১০ জন পলাতক আসামী ও নিয়মিত মামলার এক আসামী সহ ১১ জন কে গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা যায় , উপজেলার ইক্তেয়ার পুর গ্রামের আযুব আলির পুত্র কবির মিয়া, জালাল মিয়ার পুত্র আলআমিন,মেরাশানি গ্রামের হুসেন আলির পুত্র আমির আলি মঙ্গল, কালিকাপুর গ্রামের আবদুল হাকিমের পুত্র মনা মিয়া,খড়কী গ্রামের শমসের উদ্দিনের পুত্র নুর আলী,তাজু মিয়ার পুত্র হুমায়ুন,ওয়াব মিয়ার পুত্র মিজান,কমল নগর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী পারভিন আক্তার, জলফুমিয়ার পুত্র ফরিদ মিয়া সহ আরও দুই কে গ্রেফতার করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: