ইসলামী ব্যাংক হেড অফিস কমপ্লেক্স শাখায় ইফতার মাহফিল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখার উদ্যোগে ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে “সার্বজনীন কল্যাণে মাহে রমযান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যামেলকো তাহের আহমদ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম ও মোঃ মাকসুদুর রহমান এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম কামাল উদ্দীন জসিম।
এতে সভাপতিত্ব করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মোঃ মাহবুব এ আলম। শাখার কর্মকর্তা, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।