শিরোনাম

South east bank ad

নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

 প্রকাশ: ৩০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সব ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।

নতুন মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়ে ১৪ দশমিক ১০ শতাংশ করা হয়েছে। আগের মুদ্রানীতিতে যা ১৪ দশমিক ৮০ শতাংশ ছিল। এতে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার হিসেবে পরিচিত রেপো হার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘মুদ্রানীতির প্রধান লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ ধরে রাখা। আর কর্মসংস্থানের জন্য আমরা জিডিপি প্রবৃদ্ধি চাই। বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, এ ক্ষেত্রে সরকার বা মন্ত্রণালয় হস্তক্ষেপ করছে না।’

ফজলে কবির বলেন, ‘অর্থনীতির জন্য যা প্রয়োজন, কেন্দ্রীয় ব্যাংক তা বিবেচনায় নিয়েই বিভিন্ন সিদ্ধান্ত নেয়, কারও চাপে পড়ে নয়।’

নতুন মুদ্রানীতির চ্যালেঞ্জ সম্পর্কে গভর্নর বলেন, ‘মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে, টাকার মান ধরে রাখা, অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময়হার স্থিতিশীল রাখা। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখা। এ জন্য সতর্কতামূলক মুদ্রানীতির ভঙ্গি অনুসরণ করা হয়েছে, যা কিছুটা সংকোচনমুখী।’

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: