South east bank ad

কেন্দ্রীয় ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের ১৭ কর্মকর্তাকে দুদকের তলব

ইসলামী ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের ১৭ কর্মকর্তাকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের আগামী ৮ ও ৯ ডিসেম্বর তলব করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক (অনুসন্ধান টিমের লিডার) মো. ইয়াছির আরাফাতের স্বাক্ষর করা এক চিঠিতে এ তলব করেন।

এতে বলা হয়, গত ১১ নভেম্বর হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য চিঠি পাঠানো হলেও বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তা হাজির হননি। তাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য বা লিখিত বক্তব্য দেওয়ার জন্য পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো। নির্ধারিত সময় ও তারিখে হাজিরে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্তে ঐ কর্মকর্তাদের কোনো বক্তব্য নেই মর্মে পরিগণিত হবে এবং আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীসহ অন্যান্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য মো. ইয়াছির আরাফাতকে টিম লিডার করে ৩ সদস্যের টিম গঠন করা হয়।

BBS cable ad