শিরোনাম

South east bank ad

ফেব্রুয়ারির ৮ দিনে প্রবাসী আয় ৬৭ কোটি ডলার

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারির ৮ দিনে প্রবাসী আয় ৬৭ কোটি ডলার

ফেব্রুয়ারির ৮ দিনে প্রবাসী আয় এসেছে ৬৭ কোটি ৯ লাখ ৭০ হাজার ডলার। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার ২৫২ কোটি ৯৩ লাখ টাকা।

রোববার (৯ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৩৮ লাখ ৭১ হাজার ২৫০ মার্কিন ডলার। এ হিসাবে ফেব্রুয়ারি মাসে তুলনামূলক ভালো খবর দিয়ে সূচনা হলো। আগের মাস জানুয়ারিতে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ২১ লাখ ৫১ হাজার ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ কোটি ৩০ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৫৭ লাখ ৩০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ কোটি তিন লাখ ৪০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ লাখ ৯০ হাজার ডলার।

একক ব্যাংক হিসাবে যথারীতি সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: