মেট্রোরেল যাত্রীদের জন্য মার্কেন্টাইল ব্যাংকের এটিএম সুবিধা

মেট্রোরেলের মতিঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফার্মগেট স্টেশনে এটিএম/সিআরএম স্থাপনের লক্ষে মার্কেন্টাইল ব্যাংকের সাথে মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (১২.০২.২০২৫) রাজধানীর উত্তরায় ডিএমটিসিএল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান এবং ডিএমটিসিএল এর কোম্পানি সেক্রেটারী খোন্দকার এহতেশামুল কবীর।
অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ ও ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান ও এসভিপি মোস্তাফিজুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে মেট্রোরেলের যাত্রিরা মার্কেন্টাইল ব্যাংকের নির্ধারিত এটিএম বুথ থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।